জাপানের সাগরে আটজন আরোহীসহ একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার পশ্চিম জাপানের সাগরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে পাওয়া গেলেও, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
উপকূলরক্ষীরা জানিয়েছে, জাপানের ইয়াকুশিমা দ্বীপে ‘টিল্ট-রোটার ভি-২২ অসপ্র’ বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছিল, সেখানে তারা টহল নৌকা এবং বিমান পাঠিয়েছে।