NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

অবৈধ বিদেশি লেনদেন অনুসন্ধান-মামলা দায়ের করবে সিআইডি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

অবৈধ বিদেশি লেনদেন অনুসন্ধান-মামলা দায়ের করবে সিআইডি

বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্ত বিষয়ে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’ও অনুসন্ধান এবং মামলা দায়ের করতে পারবে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, আইন বিভাগ এবং সিআইডির মধ্যে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সিআইডি কনফারেন্স রুমে সংস্থাটির প্রধান অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশি পণ্য আমদানি-রপ্তানিসহ অন্য উপায়ে সংঘঠিত মানি লন্ডারিং অপরাধ, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম) কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজডক্রাইম) একরামুল হাবীব, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইন বিভাগ) আমজাদ হোসেন খান, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ, ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের সহকারী পরিচালক আব্দুস সালাম শেখ, বাংলাদেশ ব্যাংক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।