NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:২৭ এএম

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ রাতে প্রথম বিদেশ সফরে তুরস্কে যাচ্ছেন।  অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। 

গত ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। আজ রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার। আগামী তেসরা জুন প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন রাষ্ট্রপতি।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

গত ১৪ মে (রোববার) তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে (বুধবার) দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।