আর্ন্তজাতিক ডেস্ক: দেখতে ‘লেটার বক্স‍‍’ এর মতো দেখালেও এটি আসলে একটি পোস্ট অফিস। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিক্কিমে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এটি। এটিকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। সম্প্রতি সম্পূর্ণ নয়া রূপে সেজে উঠেছে পোস্ট অফিসটি। লেটার বক্সের আদলে গড়ে তোলা হয়েছে সেটিকে। ইতোমধ্যেই এটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

১৯৮৩ সালে প্রথম সূচনা এই পোস্ট অফিসের। সেই থেকে শুরু যাত্রা। ভারতের মধ্যে এটাই প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। তাই এর কদরও বেশি। এর আকৃতি অবাক করেছে পর্যটকদেরও।

সম্প্রতি নবরূপে সাজানোর পর লেটারবক্স আকারের এই পোস্ট অফিসটি উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের হিমাচল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল বন্দিতা কাউল। তার কথায়, ‘এটি দেশের মধ্যে প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। হিক্কিমি পোস্ট অফিস থেকে সারা বিশ্বের পর্যটকরা তাদের কাছের মানুষজন এবং প্রিয়জনকে চিঠি পাঠায়। এটি তাই বেশ জনপ্রিয়।’ 

এবার নয়া রূপে সেজে ওঠার পর যে এই নতুন পোস্ট অফিস পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে সে আশাও রেখেছেন তিনি।