একসঙ্গে এতজনকে হারানোর শোক কাটিয়ে ওঠা জয়নবের জন্য কঠিনই ছিল। শোক কাটিয়ে উঠতে গত বছরের বাকি সময়টুকু ছবি এঁকে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। ওই চিত্রকর্মগুলো নিয়েই গাজায় ২৪ মে দু দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর’ এবং ইউএন উইমেন প্যালেস্টাইন। জয়নবের আঁকা চিত্রকর্ম নিয়ে একটি ছোট বইও প্রকাশিত হয়েছে। ইসরায়েলি হামলা কীভাবে তাঁকে মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সে বিষয়েও লেখা রয়েছে বইটিতে।