দশকের পর দশক। প্রজন্ম থেকে প্রজন্ম। ফিলিস্তিনিরা নিজেদের মাটিতে নিজেরাই পড়ে পড়ে মার খাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে। সেই সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। এমন মৃত্যুর মিছিলে শরিক হতে হয়েছে জয়নব আল-কুলাকের স্বজনদেরও। একজন নয়, দুজন নয়, ২২ জনকে হারিয়েছেন তিনি।
ফিলিস্তিনি তরুণী জয়নব বলছিলেন, ‘আমার বয়স ২২ বছর, আমি ২২ জনকে হারিয়েছি।’ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় এত স্বজন হারান তিনি। জীবনের সেই করুণ কাহিনি এখন তুলির আঁচড়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। চলতি মাসে গাজায় আয়োজিত হয় তাঁর প্রথম চিত্রকর্ম প্রদর্শনী।
জয়নব তাঁর মা, একমাত্র বোন, দুই ভাইসহ পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন গত বছরের মে মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানকালে।
দিনটি ছিল ১৬ মে ২০২১। হঠাৎ ইসরায়েলের একটি যুদ্ধবিমান উড়ে এসে বোমা ফেলে জয়নবদের বাড়ির ওপরে। নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো-গোছানো বাড়িটা। ধ্বংসস্তূপে চাপা পড়েন তাঁর স্বজনেরা। চাপা পড়েন নিজেও। সঙ্গে চাপা পড়ে তাঁর কতশত স্বপ্ন। ১২ ঘণ্টা পর তাঁকে সেখান থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।