ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রচার শেষে দিল্লিতে ফেরার কথা ছিল তার। তবে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি সেটি।
আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।