ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।