ভারতের জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাস হলো বিধানসভায়। শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এই প্রস্তাব পেশ করার পরই বিধানসভায় হট্টগোল শুরু হয়। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পান করানো হয়।
প্রতিবেদন অনুসারে, প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর বিষয়ে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার আরজি জানানো হয়েছে। প্রস্তাবটি পেশ হওয়ার পরই বিজেপি ও এনসি বিধায়কদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়।
এনসির তরফে প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন সুরিন্দরই। তিনি জানান, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের কারণে বাইরের লোকেরাও সেখানকার জমি কিনছেন।
এর আগে ছয় বছর পর গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। আর অধিবেশনের প্রথম দিনেই অনুচ্ছেদ ৩৭০ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিধানসভায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করলে হৈচৈ শুরু করে দেন বিজেপি বিধায়করা। এমনকি জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) বিধায়ক রহিম রাঠেদারও জানান, এই ধরনের প্রস্তাবকে তিনি অনুমোদন করছেন না।