NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

৩৭০ ধারা নিয়ে প্রস্তাব পাস জম্মু ও কাশ্মীর বিধানসভায়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

৩৭০ ধারা নিয়ে প্রস্তাব পাস জম্মু ও কাশ্মীর বিধানসভায়

ভারতের জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাস হলো বিধানসভায়। শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এই প্রস্তাব পেশ করার পরই বিধানসভায় হট্টগোল শুরু হয়। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পান করানো হয়।

এই নিয়ে বিধানসভায় বুধবার কোনো আলোচনা হয়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

প্রতিবেদন অনুসারে, প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর বিষয়ে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার আরজি জানানো হয়েছে। প্রস্তাবটি পেশ হওয়ার পরই বিজেপি ও এনসি বিধায়কদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়।

এনসি বিধায়ক তথা কেন্দ্রশাসিত অঞ্চলটির উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘আমরা এটাই বলতে চাইছি, ২০১৯ সালে আমাদের কাছ থেকে বিশেষ তকমা (অনুচ্ছেদ ৩৭০) কেড়ে নেওয়া হয়েছিল। যদি আপনি বিজেপির নার্কো পরীক্ষা করান, তবে দেখবেন তারাও একই জিনিস (অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনা) চায়।’

 


 

এনসির তরফে প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন সুরিন্দরই। তিনি জানান, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের কারণে বাইরের লোকেরাও সেখানকার জমি কিনছেন।

আর সেই কারণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রস্তাবের বিরোধিতা করেন জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা। তিনি বলেন, ‘উপরাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার পরিবর্তে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।’ বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। কংগ্রেস অবশ্য এনসির আনা প্রস্তাবকে সমর্থন করে।

 


 

এর আগে ছয় বছর পর গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। আর অধিবেশনের প্রথম দিনেই অনুচ্ছেদ ৩৭০ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিধানসভায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করলে হৈচৈ শুরু করে দেন বিজেপি বিধায়করা। এমনকি জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) বিধায়ক রহিম রাঠেদারও জানান, এই ধরনের প্রস্তাবকে তিনি অনুমোদন করছেন না।