কলকাতার স্বাস্থ্য ভবনের বাইরে চলমান জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তিনি সেখানে পৌঁছে চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন জুনিয়র চিকিৎসকরা।
এ সময় তিনি তাকে তাদের ‘দিদি’ হিসেবে দেখা করতে আসতে হবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয় বলেও মন্তব্য করেন।
মমতা আরো বলেছিলেন, ‘আমি আপনাদের প্রতিবাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমিও ছাত্রনেতা ছিলাম। আমি আপনাদের ন্যায্য বিচার দেব। সিনিয়র চিকিৎসকরা আপনাদের সহায়তা ছাড়া কাজ করতে পারবেন না।
তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, আলোচনা না হওয়া পর্যন্ত তারা দাবি আদায়ে আপস করতে রাজি নন।
কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ
সল্টলেকে রাজ্য স্বাস্থ্য বিভাগের সদর দপ্তরের বাইরে চিকিৎসকদের বিক্ষোভ শনিবার পঞ্চম দিনে গিয়ে পৌঁছেছে।
জুনিয়র চিকিৎসকরা এটিও দাবি করেন যে যারা আরজি করের ঘটনায় দায়িত্বে ‘ব্যর্থ’ হওয়ায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল, স্বাস্থ্যসচিব এন এস নিগম, স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ও মেডিক্যাল শিক্ষার ডিরেক্টরকে বরখাস্ত করতে হবে। এ ছাড়া তারা রাজ্যের সব নারী স্বাস্থ্যকর্মীর জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও চেয়েছেন।
গত সপ্তাহে জুনিয়র চিকিৎসকরা আরজি কর হাসপাতালের অচলাবস্থা সমাধানের জন্য তাদের দাবি পূরণ না হওয়ায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে অপারগতা প্রকাশ করেছিলেন।