NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নতুন বার্তা নিয়ে হঠাৎ আন্দোলনস্থলে মমতা


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩৭ এএম

নতুন বার্তা নিয়ে হঠাৎ আন্দোলনস্থলে মমতা

কলকাতার স্বাস্থ্য ভবনের বাইরে চলমান জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তিনি সেখানে পৌঁছে চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন জুনিয়র চিকিৎসকরা।

সেখানে উপস্থিত হয়ে মমতা বলেন, ‘আপনারা বৃষ্টির মধ্যে রাস্তায় প্রতিবাদ করছেন বলে আমি নির্ঘুম রাত কাটিয়েছি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমি আপনার দাবিগুলো যাচাই করব। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেব।’

 


 

এ সময় তিনি তাকে তাদের ‘দিদি’ হিসেবে দেখা করতে আসতে হবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয় বলেও মন্তব্য করেন।

 

মমতা আরো বলেছিলেন, ‘আমি আপনাদের প্রতিবাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমিও ছাত্রনেতা ছিলাম। আমি আপনাদের ন্যায্য বিচার দেব। সিনিয়র চিকিৎসকরা আপনাদের সহায়তা ছাড়া কাজ করতে পারবেন না।

আমি আপনাদের আবার কাজ শুরু করার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’ ব্যানার্জি বলেছিলেন।

 


 

তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, আলোচনা না হওয়া পর্যন্ত তারা দাবি আদায়ে আপস করতে রাজি নন।

কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ

সল্টলেকে রাজ্য স্বাস্থ্য বিভাগের সদর দপ্তরের বাইরে চিকিৎসকদের বিক্ষোভ শনিবার পঞ্চম দিনে গিয়ে পৌঁছেছে।

শহরে অবিরাম বৃষ্টির মধ্যেও তারা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষিত ও খুন হওয়া ডাক্তারের বিচার দাবি করছে। এমনকি তারা ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে বিক্ষোভকারীদের ফের কাজ শুরু করার জন্য সুপ্রিম কোর্টের আদেশকেও উপেক্ষা করেছেন।

 


 

জুনিয়র চিকিৎসকরা এটিও দাবি করেন যে যারা আরজি করের ঘটনায় দায়িত্বে ‘ব্যর্থ’ হওয়ায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল, স্বাস্থ্যসচিব এন এস নিগম, স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ও মেডিক্যাল শিক্ষার ডিরেক্টরকে বরখাস্ত করতে হবে। এ ছাড়া তারা রাজ্যের সব নারী স্বাস্থ্যকর্মীর জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও চেয়েছেন।

 

গত সপ্তাহে জুনিয়র চিকিৎসকরা আরজি কর হাসপাতালের অচলাবস্থা সমাধানের জন্য তাদের দাবি পূরণ না হওয়ায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে অপারগতা প্রকাশ করেছিলেন।