ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে।
বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ‘৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে।
দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।
গৌতম আরো বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।
সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের রাস্তায় প্রায় দুই হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। চিতওয়ানের নিকটবর্তী জেলায় একটি ভূমিধসে ৫৯ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে যাওয়ার এক মাস পর শুক্রবারের দুর্ঘটনাটি ঘটল।