NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৭ ভারতীয়


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৪, ০২:৪২ পিএম

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৭ ভারতীয়

ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে।

বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ‘৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে।

 

দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, মৃতদের মধ্যে ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

 

গৌতম আরো বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।

 

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের রাস্তায় প্রায় দুই হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। চিতওয়ানের নিকটবর্তী জেলায় একটি ভূমিধসে ৫৯ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে যাওয়ার এক মাস পর শুক্রবারের দুর্ঘটনাটি ঘটল।