বিকাল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করেছেন তিনি।
দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে দেব লেখেন, ‘গ্র্যাটিটিউড’। এর বাংলা হলো ‘কৃতজ্ঞতা’।
২০১৪ ও ২০১৯ সালে পর পর দুইবার ঘাটাল থেকে জিতেছেন দেব। দেবের বিরুদ্ধে নির্বাচন করছেন হিরণ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব-হিরণের সম্পর্ক কারও অজানা নয়।
দেব ও হিরণ দু’জনেরই স্বতন্ত্র ভাবমূর্তি রয়েছে সিনেমার জগতে।