নিজের অফিস ঘরে ঘুমিয়ে পড়েন স্টেশন মাস্টার। ফলে সুবজ সিগন্যাল পেতে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় পাটনা-কোটা এক্সপ্রেসকে। এ ঘটনায় স্টেশন মাস্টারকে শোকজ করেছে রেল কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার (৪ মে) ভারতের উত্তর প্রদেশের ইটওয়ার কাছে উদি মোর রোড স্টেশনে এ ঘটনা ঘটে।

 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যে অবহেলার জন্য যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারত।

আগ্রা রেলওয়ে ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা স্টেশন মাস্টারকে শোকজ করেছি। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।’ 

জানা যায়, ট্রেনের লোকো পাইলট একাধিকবার হর্ন বাজিয়ে স্টেশন মাস্টারকে জাগিয়ে তুলেন।

তারপর তিনি ট্রেনটি চলার জন্য সবুজ সংকেত দেন। 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইটওয়ার কাছে উদি মোর একটি ছোট স্টেশন। কিন্তু স্টেশনটি গুরুত্বপূর্ণ। কারণ আগ্রা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া ট্রেনগুলো এই স্টেশন দিয়ে ঝাঁসি গমন করে।

 

স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘স্টেশন মাস্টার ভুল স্বীকার করেছেন এবং তাঁর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। স্টেশনে তিনি একা ছিলেন। তাঁর সঙ্গে থাকা পয়েন্টম্যান ট্রাক পরিদর্শনে করতে গিয়েছিল।’