NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

ঘুমাচ্ছিলেন স্টেশন মাস্টার, আধা ঘণ্টা হর্ন বাজিয়ে মিলল সিগন্যাল


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৪৯ পিএম

ঘুমাচ্ছিলেন স্টেশন মাস্টার, আধা ঘণ্টা হর্ন বাজিয়ে মিলল সিগন্যাল

নিজের অফিস ঘরে ঘুমিয়ে পড়েন স্টেশন মাস্টার। ফলে সুবজ সিগন্যাল পেতে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হয় পাটনা-কোটা এক্সপ্রেসকে। এ ঘটনায় স্টেশন মাস্টারকে শোকজ করেছে রেল কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার (৪ মে) ভারতের উত্তর প্রদেশের ইটওয়ার কাছে উদি মোর রোড স্টেশনে এ ঘটনা ঘটে।

 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যে অবহেলার জন্য যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারত।

আগ্রা রেলওয়ে ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা স্টেশন মাস্টারকে শোকজ করেছি। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।’ 

জানা যায়, ট্রেনের লোকো পাইলট একাধিকবার হর্ন বাজিয়ে স্টেশন মাস্টারকে জাগিয়ে তুলেন।

তারপর তিনি ট্রেনটি চলার জন্য সবুজ সংকেত দেন। 

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইটওয়ার কাছে উদি মোর একটি ছোট স্টেশন। কিন্তু স্টেশনটি গুরুত্বপূর্ণ। কারণ আগ্রা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া ট্রেনগুলো এই স্টেশন দিয়ে ঝাঁসি গমন করে।

 

স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘স্টেশন মাস্টার ভুল স্বীকার করেছেন এবং তাঁর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। স্টেশনে তিনি একা ছিলেন। তাঁর সঙ্গে থাকা পয়েন্টম্যান ট্রাক পরিদর্শনে করতে গিয়েছিল।’