লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে প্রতিবেদন জমা দিল ভারদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি। গতকাল বৃহস্পতিবার ওই কমিটির প্রধান সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদীর হাতে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার প্রতিবেদনটি তুলে দেন। ভারতে একযোগে নির্বাচনের জন্য সংবিধানের শেষ পাঁচটি অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে চায় মোদি সরকার।