নিউইয়র্কের কুইন্সে এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার বিকেলে কুইন্মের জ্যামাইকার ১৪৩ স্ট্রিটে এই ঘটনা ঘটে। হতাহতদের বয়স ২৯, ২৯, ৩৬ ও ৪৩।
ঘটনার শিকার ব্যক্তিরা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন এসময় বন্দুকধারী ব্যক্তিটি সেখানে পৌঁছায় ও গুলি করে, জানায় পুলিশ।
নিহত ব্যক্তিটির পীঠে গুলি লাগে এবং আহতদের একজনের ডান বাহুতে ও পীঠে একজনের বাম কাঁধে এবং অর জনের ডান বাহুতে গুলি লাগে।
আহতদের জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
গ্যাস স্টেশনের এটিএম মেশিন ও ১৫০০ ডলার ছিনতাই
নিউইয়র্কের স্ট্যাটান আয়ল্যান্ডে একটি গ্যাস স্টেশন থেকে গোটা এটিএম মেশিন তুলে নিয়ে গেছে একদল দুষ্কৃতিকারী। একই সঙ্গে ক্যাশ থেকে নিয়ে গেছে ১৫০০ ডলার।
শুক্রবার ১৮২০ ভিক্টরি ব্লুভার্ড, ক্যাসেলটন কর্নারে রাত ২:৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে দুষ্কৃতিকারীরা গ্যাস স্টেশনটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সার্কিট ব্রেকার কেটে দেয় এবং সেফ খুলে ১৫০০ ডলার চুরি করে।
চুরির সময় তারা স্টেশনটির ভিতরে হাঁটাহাঁটি করে এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই নির্বিঘ্নে চুরি করে নিয়ে যায়। আর যাওয়ার সময় তুলে নিয়ে যায় এটিএম মেশিন।
লিঙ্কন সেন্টারের কাছে কিশোরকে গুলি
নিউইয়র্কের আপার ওয়েস্টে লিঙ্কন সেন্টারের কাছে ১৫ বছরের এক কিশোরকে গুলি করেছে এক দুস্কৃতিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার এই খবর প্রকাশ করে।
গুলিবিদ্ধ ছেলেটিকে ওইল করনেল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউইয়র্কে অপরাধের এক পাতা: কুইন্সে গুলিতে নিহত ১
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ পিএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা

ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা

‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প

অ্যাম্বুল্যান্সে হামলার সময় আটক চিকিৎসাকর্মীকে মুক্তি দিল ইসরায়েল