চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় দুর্ঘটনাটি ঘটে। খনিটির অবস্থান রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে প্রদেশের পূর্বের শুয়াংয়াশান শহরের বাইরে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ পর্যন্ত দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে সিসিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থল চাপের প্রভাবের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে।
কয়লা উৎপাদন সুদূর উত্তর-পূর্বের শহর শুয়াংয়াশানের একটি প্রধান শিল্প।
সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনির নিরাপত্তার উন্নতি হয়েছে। কিন্তু দুর্বল নিরাপত্তার কারণে এ শিল্পে দুর্ঘটনা এখনো সাধারণ ঘটনা। সেখানে প্রবিধানগুলো অগত্যা প্রয়োগ করা হয় না।