সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি আছেন। এতে মধ্যস্থতাকারী হিসেবে আছে কাতার। এরই মধ্যে কাতারের কাছে তারা (হামাস) যুদ্ধবিরতির চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছেন।
রয়টার্স বলছে, ইসমাইল হানিয়া মঙ্গলবার একটি বিবৃতি পাঠিয়ে তাদের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে জানিয়েছেন।
রয়টার্সকে দেওয়া হামাস প্রধানের বিবৃতিতে কয়দিনের যুদ্ধবিরতি ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে আল জাজিরা টেলিভিশনে বক্তব্য দেওয়া এক হামাস নেতার বরাত দিয়ে রয়টার্স বলছে, চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতি কতদিন চলবে, গাজায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং জিম্মিদের বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি আছে।
চুক্তিটি গাজায় আটক কিছু জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির অনুমতি দেবে বলে জানিয়েছেন জন কিবরি। হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় প্রায় ২৪০ জনকে জিম্মি করে এবং ১ হাজার ২০০ জন নিহত হন।
রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক সোমবার হামাস নেতা ইসমাইল হানিয়াহর সঙ্গে দেখা করেছেন।