নিউইয়র্ক সিটি সাবওয়েতে গুলি চালিয়ে ১০ জনকে আহত করার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের একটি আদালত। ফ্র্যান্ক জেমস, ৬৪, নামের ওই ব্যক্তি ২০২২ সালের ১২ এপ্রিল এই হামলা চালান। ম্যানহাটানগামী একটি ট্রেনে হামলাটি চালানোর পর পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ এনে মামলা দায়ের করে। প্রায় দেড় বছর মামলা চলার পর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। বিচারে তার বিরুদ্ধে ১০টি অপরাধ প্রমাণিত হয় এবং আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।
আদালতে এই হামলায় আহতদের মধ্যে তিন জন তাদের সাক্ষ্য দেন।
ফ্র্যাঙ্ক জেমস নিজেও আদালতে তার দোষ স্বীকার করে নেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা বলেন, জেমস অত্যন্ত পরিকল্পিতভাবে সর্বোচ্চ ক্ষতি সাধনের লক্ষেই এই গুলি চালিয়েছিলেন। সাক্ষ্যদের একজন বলেন, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এই হামলা চালানো হয়। হামলার শিকার অপর ব্যক্তি আদালতকে বলেন, ওই হামলার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন।
ঘটনার সময় এমটিএ'তে কর্মরত ছিলেন এই ব্যক্তি। তিনি বলেন, এরপর থেকে ভয়ে তিনি আর মেট্রোতে ওঠেন না। নিজের চলাচলের জন্য ই-বাইক কিনে নিয়েছেন।
নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে ফ্র্যাঙ্ক জেমস সেদিন ট্রেনে ওঠেন এবং ট্রেনটি যখন একটি স্টেশন ছেড়ে যায় তখনই এই হামলা চালান। উদ্দেশ্য ছিলো কেউ যেনো পালাতে না পারে। প্রথমেই তিনি কয়েকটি স্মোক বোমা ছুঁড়েন। এরপর হ্যান্ডগান বের করে গুলি করতে থাকেন। এতে আহত হন ১০ জন। যাদের বয়স ছিলো ১৬ থেকে ৬০ পর্যন্ত।
পরের স্টেশনে ট্রেন থামলে হামলাকারী পালিয়ে যায়। উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। পুলিশ একদিন তল্লাশি চালিয়ে ম্যানহাটনের ইস্ট ভিলেজ থেকে জেমসকে আটক করতে সক্ষম হয়।
ইউএস ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম কার্টসকে ব্রুকলিনের প্রসিকিউটররা লিখেছেন, হামলাকারী ৩২ বার গুলি চালিয়েছে। এতে যে কারো মৃ্ত্যু হতে পারতো। ভাগ্যক্রমেই আহত ১০ জন বেঁচে গেছেন।
নিউইয়র্ক সাবওয়েতে বন্দুক হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা

ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা

‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প

অ্যাম্বুল্যান্সে হামলার সময় আটক চিকিৎসাকর্মীকে মুক্তি দিল ইসরায়েল