পরমাণু সাবমেরিনের জন্য ৪৬০ কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। এইইউকেইউএস প্রকল্পে এই টাকা ঢালছে তারা। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এইউকেইউএস জোট তারই অন্যতম ফসল।
সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
বিএই জানিয়েছে, অর্থ ঢুকতে শুরু করলেই তারা সাবমেরিনের ডিজাইনের দিকে মন দেবে। ২০২৮ সাল পর্যন্ত সাবমেরিন তৈরির কাজ চলবে। ২০৩০ সালের মধ্যে তা সম্পূর্ণ তৈরি করে এইউএসইউ-এর হাতে তুলে দেওয়া সম্ভব হবে।
এই কারণেই চীন এই জোটের তীব্র বিরোধিতা করেছে। চীন জানিয়েছে, এই জোট ঠান্ডা যুদ্ধের পর ফের এই অঞ্চলে অশান্তি তৈরির পরিকল্পনা করছে। কিন্তু পশ্চিমা দেশগুলির বক্তব্য, ওই অঞ্চলে চীন ক্রমশ নিজের আধিপত্য তৈরির চেষ্টা করছে। গত কয়েকবছরে চীন নিজের নৌশক্তিকে ঢেলে সাজিয়েছে। দক্ষিম চীন সাগরে তারা যুদ্ধজাহাজ, সাবমেরিন মোতায়েন করেছে। তারই জবাব দেওয়ার জন্য এই নতুন সাবমেরিন তৈরি হচ্ছে বলে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন।