২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সবাইকে অনেকটা চমকে দিয়েই ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। যদিও সেবার শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। সেবারের ফাইনালিস্টরা কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে আজ। অনুমিতভাবেই এই স্কোয়াডে আছেন দলটির সেরা খেলোয়াড় লুকা মড্রিচ।

ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ গেল সপ্তাহে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। সেই স্কোয়াড থেকে এবার ৮ ফুটবলারকে ছেঁটে ফেলেছেন, দিয়েছেন ২৬ সদস্যের চূড়ান্ত দল।

বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়া দল একত্রিত হবে নিজ দেশেই। আগামী ১৩ ও ১৪ নভেম্বর রিপোর্টিং করার সময় বেধে দিয়েছে দলটি। জাগরেবে একত্রিত হয়ে সেখানে ক্যাম্প করবে দলটি। এরপর ক্রোয়াটরা উড়াল দেবে সৌদি আরবে। সেখানে স্বাগতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচভ খেলে কাতারে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মড্রিচরা।

আগামী ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। আর ক্রোয়াটরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৩ নভেম্বর। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচ খেলে ২৭ নভেম্বর কানাডা আর ১ ডিসেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

এক নজরে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক:
ডমিনিক লিভাকোভিচ (ডাউনামো জাগরেব), ইভো গ্রবিচ (অ্যাতলেতিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিচ (ওসিজেক)

ডিফেন্ডার:
জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোসকো গারদিওল (লাইপজিগ), দেজান লোভরেন (জেনিট), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ডেমাগয় ভিদা (অ্যাথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন এরলিক (সাসুওলো), জোসিপ সুতালো (ডায়নামো জাগরেব)

মিডফিল্ডার:
লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মারিও প্যাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), ক্রিস্তিয়ান জ্যাকিচ (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), লোভরো মাজার (রেনেঁ), লুকা সুসিচ (সলজবার্গ)

ফরোয়ার্ড:
ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাইদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (ডায়নামো জাগরেব), মিসলাভ ওরসিক (ডায়নামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা)।