দুই সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রান নিয়ে।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান।
এর আগে হতাশার এক দিন পার করেছে বাংলাদেশের বোলাররা। টেস্ট শুরুর দিন দলীয় ১৬ রানে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিলেও আজ সারাদিনে প্রতিপক্ষের মাত্র ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। সেই দুটি উইকেট নেওয়ার আগে আবার প্রতিপক্ষের রানের চাপায় পড়ে বাংলাদেশ।
বাংলাদেশকে যখন দিনের প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ ততক্ষণে গতদিনের স্কোরের সঙ্গে ১৯৬ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা শাকিল যখন আউট হন তখন দুজনের জুটি দাঁড়ায় ২৪০ রানের। ৯ চারে ১৪১ রানের ইনিংস খেলার পথে পাকিস্তানের হয়ে ২০ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
সেঞ্চুরি করার পর শাকিল আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রিজওয়ান।
শেষ পর্যন্ত ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।