NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিনা উইকেটে ২৭ রানে হতাশার দিন শেষ করেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:৩১ পিএম

বিনা উইকেটে ২৭ রানে হতাশার দিন শেষ করেছে বাংলাদেশ

দুই সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রান নিয়ে।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান।

ওপেনার সাদমানের ১২ রানের বিপরীতে আরেক উদ্বোধনী ব্যাটার জাকির অপরাজিত আছেন ১১ রানে।

 

এর আগে হতাশার এক দিন পার করেছে বাংলাদেশের বোলাররা। টেস্ট শুরুর দিন দলীয় ১৬ রানে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিলেও আজ সারাদিনে প্রতিপক্ষের মাত্র ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। সেই দুটি উইকেট নেওয়ার আগে আবার প্রতিপক্ষের রানের চাপায় পড়ে বাংলাদেশ।

 

বাংলাদেশকে যখন দিনের প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ ততক্ষণে গতদিনের স্কোরের সঙ্গে ১৯৬ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা শাকিল যখন আউট হন তখন দুজনের জুটি দাঁড়ায় ২৪০ রানের। ৯ চারে ১৪১ রানের ইনিংস খেলার পথে পাকিস্তানের হয়ে ২০ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।

সেঞ্চুরি করার পর শাকিল আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রিজওয়ান।

সতীর্থের মতোই উইকেটরক্ষক ব্যাটারও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন। পরে সেই সেঞ্চুরিকে দেড় শ রানে পরিণত করে রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। পাকিস্তানের পঞ্চম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ১৫০ কিংবা তার চেয়ে বেশি রানের কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ইমতিয়াজ আহমেদ, তাসলিম আরিফ, রশিদ লতিফ ও কামরান আকমল।

 

শেষ পর্যন্ত ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

তার সঙ্গে ২৬ রান নিয়ে মাঠ ছাড়েন শাহিন শাহ আফ্রিদি। তার আগে পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে আগা সালমানকে আউট করেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। আগামীকাল ৪২১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে বাংলাদেশ।