রথম দুই ম্যাচে টস জিতে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আজ অবশ্য সেই সিদ্ধান্ত নেওয়া লাগেনি। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন।
অবশ্য টস জিতলে আজ আগে ব্যাটিং করার কথা জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
এর আগে রান খরা দীর্ঘায়িত করেছেন লিটন ও নাজমুল। লিটন আউট হন ‘জেদকে’ সমর্থন দিতে গিয়ে। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির তৃতীয় ওভারে টানা তিন বল স্কুপ করার চেষ্টা করেন লিটন। প্রথম দুই বল ব্যাটের ছোঁয়া পায়নি।
বেশি সময় রানের চাকা ঘোরাতে পারেননি নাজমুল। রাজার পরের ওভারে বোল্ড হয়ে বাংলদেশ অধিনায়ক ফেরেন ৪ বলে ৬ রান করে। এরপর তাওহিদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার তানজিদ হাসান তামিম।
ইনিংসের বাকি অংশটা তাওহিদ ও জাকেরের। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন ৮৭ রান। ফিফটি পূর্ণ করার পর তাওহিদ আউট হন ৫৭ রান করে। তাঁর ৩৮ বলের ইনিংসটি সাজানো ৩ চার ও ২ ছক্কায়। সমান চার-ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন জাকের। দুজনই আউট হন মুজারাবানির বলে। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৯ ও রিশাদ হোসেন ৬ রানে অপরাজিত থাকেন।