ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে যোগ্য সম্মান পাননি বলে অভিযোগ তুলেছেন। এমনকি বাংলাদেশ জাতীয় দলের আর কোনো দায়িত্বে ফিরতে চান না বলে মন্তব্য করেন মাহমুদ।
আজ মিরপুরে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, ‘আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোনো দায়িত্বে আগ্রহ নেই।
সঙ্গে যোগ করেন মাহমুদ, ‘আমি নিজের জীবন নিয়ে থাকতে চাই। আবাহনী, বিপিএলে, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমি এগুলো নিয়ে খুব খুশি আছি। দেশের ক্রিকেটের কোনো উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করব।
এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ করেছেন তাঁকে জাতীয় দলের সঙ্গে আবার যুক্ত না করার জন্য, ‘পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলবেন যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর।