বিতর্ক, সমালোচনা আর উর্বশী রাউতেলা যেন একে-অপরের হাত ধরাধরি করে চলেন! তিনি যেসব কর্মকাণ্ড করেন তাতে ট্রলিং কিছুতেই তার পিছু ছাড়ে না। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে অভিনেত্রী।
প্রথম দিনে ৪০ কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন, যে তাতে রীতিমতো পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরা বিরক্ত হয়ে যান! দিন দুয়েক আগে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি! আবারও সেই একই ভুল আওড়ালেন ‘দাবিড়ি আইটেম গার্ল’।
সোনা-হীরা খচিত ‘বিকিনি’ হাতে রেড কার্পেটে এমন শোঅফ করছিলেন, যার জন্য দীর্ঘক্ষণ পিছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারা রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন।
বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর।
বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হীরা দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা।
তাদের অভিযোগ, ‘এই একটা মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশে মাটিতে।