কিছুদিন আগে হঠাৎ করেই গুঞ্জন ভেসে উঠে যে আবারও বিয়ে করতে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। এ খবর প্রকাশ্যে আসতেই একের পর এক বাক্যবানে জড়িয়ে পড়েন শাকিবের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার ফের নতুন করে প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।
কোরবানি ঈদ উপলক্ষে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে এই বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।
অপু সেই অনুষ্ঠানে নিজেকে ঘিরে বিতর্ক নিয়েও কথা বলেন।
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান। অন্যদিকে বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও নতুন সূচনা করেছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বর্তমানে নিজের ব্যবসা ও ছেলে জয়কে নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সেই সঙ্গে ইউটিউব কনটেন্ট নির্মাণ, স্টেজ শো, বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করছেন নিয়মিত।