NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

শাকিবের বিয়ে প্রসঙ্গে নতুন করে যা বললেন অপু


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

শাকিবের বিয়ে প্রসঙ্গে নতুন করে যা বললেন অপু

কিছুদিন আগে হঠাৎ করেই গুঞ্জন ভেসে উঠে যে আবারও বিয়ে করতে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। এ খবর প্রকাশ্যে আসতেই একের পর এক বাক্যবানে জড়িয়ে পড়েন শাকিবের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার ফের নতুন করে প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।

কোরবানি ঈদ উপলক্ষে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে এই বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সজল। সেখানে সজলের বিয়ে প্রসঙ্গে কথা উঠলে অপু বেশ খুনসুটিতে মেতে ওঠেন। অনুষ্ঠানটির এক পর্যায়ে শাকিব খানের নতুন বিয়ের বিষয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করেন উপস্থাপক। অপু বিশ্বাস জবাবে বলেন, ‘শাকিবের বিয়ের বিষয়টি তো আমার মুখ থেকে আসেনি।
এটা এসেছে অন্য কারও মুখ থেকে। ফলে এটা নিয়ে তারাই ভালো মন্তব্য করতে পারবেন। যেহেতু একটি অন্য কারও মন্তব্য সেহেতু এটি নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।’

 

1
ছেলে জয়ের সঙ্গে অপু ও শাকিব খান

অপু সেই অনুষ্ঠানে নিজেকে ঘিরে বিতর্ক নিয়েও কথা বলেন।

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে এতো ধরনের আলোচনা-সমালোচনা, ট্রল, বিতর্ক তিনি কীভাবে সামলান জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘নেগেটিভিটি মানেই আকর্ষণ। এজন্যই সবাই নেতিবাচক কোন বিষয় পেলে সেটি নিয়ে বেশি মাতামাতি করে। কিন্তু আমি ক্যামেরার সামনেই বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ দিতে চাই। আমি জীবনে তাদের জন্য কিছুই করতে পারিনি। তারপরও তারা আমাকে অত্যন্ত পছন্দ করেন।
ফলে তারা আমার বিষয়গুলো যত্নের সঙ্গে ডিল করেন। আমি নিজে যে কোন পরিস্থিতিতেই সত্যের পক্ষে থাকি।’

 

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান। অন্যদিকে বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও নতুন সূচনা করেছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বর্তমানে নিজের ব্যবসা ও ছেলে জয়কে নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সেই সঙ্গে ইউটিউব কনটেন্ট নির্মাণ, স্টেজ শো, বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করছেন নিয়মিত।