দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’ চলতি বছরের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, চলচ্চিত্রটির সামনে কিছু বাধা বেশ জট পাকাচ্ছে বলেই দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্কগুলো চলচ্চিত্রটির নির্মাতাদের বেশ ঝামেলায় ফেলেছে।
তবে এত বাধা ও খারাপ সংবাদের মাঝে ‘লিও’ ভক্তদের জন্য বেশ সুংসবাদও অপেক্ষা করছে। ইতিমধ্যে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘জওয়ান’-এর রেকর্ড স্পর্শ করেছে বিজয়ের ‘লিও’, যা বিজয় ভক্তদের জন্য সুংসবাদই বটে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘লিও’ ইতিমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে এবং উদ্বোধনী দিনের আগে ২০ লাখ টিকিট বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ শাহরুখ খানের ‘জওয়ান’কে টপকে গেছে। ‘জওয়ান’ তার উদ্বোধনী দিনের জন্য অগ্রিম বুকিংয়ে ১৫.৭৫ লাখ টিকিট বিক্রি করেছিল।
১৯ অক্টোবর ২ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘লিও’। লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন। তৃষা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়। এর আগে ‘ঘিলি’ ও ‘থিরুপাচি’র মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুরুভি’তে।