মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩ নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেই ইউনিয়নের এলাকাবাসী।
২৩ শে জুলাই ২০২২ইং, শনিবার বিকালে ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের বারান্দায় এই সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের গৌয়ালদীঘি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা দাবি করে বলেন, আমাদের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে যে, তিনি নাকি আমাদের কাছে সরকারি ঘর দেয়ার নামে টাকা নিয়েছেন, আসলে আমরা কোন টাকা পয়সা প্রদান করি নাই।
আমাদের নাম দিয়ে এমন মন্তব্য করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাছাড়া
একটি কুচক্র মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণীত ভাবে চেয়ারম্যান কে হেয় প্রতিপন্ন করার জন্য এমনটি করেছেন।
অতঃপর আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য, টাকা লেনদেন করার ঘটনা ঘটেনি।
সাংবাদিকদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট তথ্য দিয়ে সংবাদ করিয়েছেন।
যা আদৌ সত্য নয়, প্রকৃতপক্ষে চেয়ারম্যান একজন সৎ ভালো মানুষ হাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন একটি কুচক্র মহল।
অত্র এলাকাবাসী চেয়ারম্যান এর পক্ষ হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান সাংবাদিকদের। এসময় বক্তব্য দেন,আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জাকির হোসেন, মন্টু মিয়া, ইসমাইল হোসেন,জালাল উদ্দিন, ইউনুস আলীসহ আরো অনেকে।
সাংবাদিক সম্মেলনে হরিপুর উপজেলা সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।