জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পদক প্রদান অনুষ্ঠানে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন পদক গ্রহণ করেন। পদক গ্রহণ করে তিনি বলেন, ‘আজ প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে।
তিনি আরো বলেন, ‘আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না। বরং দিনের পর দিন বাংলাদেশের স্বার্থে কথা বলা প্রত্যেকের। সব শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এ রকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়।’