অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসেছে। বিদেশি অসংখ্য বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান, এতদিন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য দাবি জানালেও গতকাল ২৫ জানুয়ারি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, এ ব্যাপারে তার মন্তব্য কি- এ বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা তাদের ঠিকমতো ইনভেস্টমেন্টের ক্লাইমেট দিতে পারছি কি না সেটা তাদের সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত বলে শফিকুল আলম মন্তব্য করেন।