‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’—এমন দাবিতে সংবাদ প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। একই ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া। তবে ভিডিওটি প্রতিমা ভাঙচুরের নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। 

সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেছে, ওই দুই গণমাধ্যম ছাড়াও ভিডিওটি আরো কিছু এক্স ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

এতে বলা হচ্ছে, ‘বাংলাদেশে ইসলামপন্থীরা যখন হিন্দু মন্দিরে হামলা করছে, প্রতিমা ভাংচুর করছে’। 

 
 

তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি কালীমন্দিরের প্রতিমা বিসর্জনের ভিডিও। 

গত ২৫ নভেম্বর ‘১২ বছর অন্তরঐতিহ্যের কালীমাতা নিরঞ্জন ২০২৪’ আয়োজন করে ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুরের কিরণময়ী পাঠাগার এবং সুলতানপুর গ্রামবাসীবৃন্দ। জানা যায়, খণ্ডঘোষ সুলতানপুরের মণ্ডলবাড়িতে দীর্ঘ ১২ বছর পরপর অনুষ্ঠিত হয় কালীমাতা নিরঞ্জন।

 

 
 

সুতরাং, ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ প্রতিমা বিসর্জনের দৃশ্যকে বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দুদের মন্দিরে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।