চলতি সেপ্টেম্বর মাস থেকেই শুক্রবার করেও যাত্রী নিয়ে মেট্রো রেলের চলাচল শুরু হতে যাচ্ছে। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি (ডিএমটিসিএল) সূত্র কালের কণ্ঠকে এমন তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্র বলছে, আগামী ২০ সেপ্টেম্বরকে লক্ষ্য ধরে কাজ এগিয়ে চলছে। যদি সেই লক্ষ্য পূরণ না হয় তাহলে ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করবে।
জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কালের কণ্ঠকে বলেন, ‘২৫ শতাংশের মতো প্রস্তুতি শেষ হয়েছে। এই মাস থেকেই সপ্তাহের অন্যদিনের মতো শুক্রবার করেও ট্রেন চলবে। প্রস্তুতি শেষে কাছাকাছি গেলে আমরা আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে তারিখ জানিয়ে দিব।
বর্তমানে মেট্রো রেলে সাপ্তাহিক ছুটি শুক্রবার। গত কয়েক মাস ধরেই সাপ্তাহিক ছুটি বাতিল করে শুক্রবার মেট্রো চালানোর আলোচনা ছিল। সেই আলোচনা এখন বাস্তবে রূপ নেওয়ার সময় এসেছে। শুক্রবার ট্রেন চালানোর লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ডিএমটিসিএল।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, অন্য সব দিন সকাল থেকে মেট্রোতে যাত্রী পরিবহন করা হলেও শুক্রবার সেটি দুপুরের পর থেকে শুরু হবে। প্রাথমিক আলোচনায় দুপুর ৩টা বা সাড়ে ৩টা থেকে যাত্রী পরিবহন শুরু হতে পারে। তবে অন্যান্য দিনের মতো রাতে একই সময় পর্যন্ত মেট্রো চলাচল করবে। শুক্রবার মেট্রো ট্রেন চালানোর জন্য তিন ধাপে প্রস্তুতি চলছে।
মেট্রো চালানোর জন্য সময়সূচী (টাইম টেবিল) তৈরি করা হচ্ছে।
তিনি জানান, রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। এখন মূলত শুক্রবার পুরো দিনই রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়। শুক্রবার ট্রেন চললে রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহের অন্যান্য বার রাতে সময় বের করা হচ্ছে। এ ছড়া স্টেশনে যারা কাজ করেন তাঁরা শুক্রবার সাপ্তাহিক ছুটি পান। যেমন টিকিট বিক্রেতা, ট্রেন কন্ট্রোলারসহ অন্যান্য কর্মকর্তা ও কার্চারীরা। এ ক্ষেত্রে এসব পদে 'রোস্টারিং' করে ডে অফ (সাপ্তাহে যে কোনো একদিন ছুটি) ঠিক করা হচ্ছে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৮.৩৩টায়। আর মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ১৩ মিনিটে।