কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী। শিক্ষার্থীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া শামীম ওসমানের ২৯ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে।