হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ভোরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি নানাবিধ রোগে আক্রান্ত বলে আমরা সরকারকে জানিয়েছি।
মির্জা ফখরুল বলেন, ‘এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে, দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। কখনোই অগণতান্ত্রিক পথে কিছু করতে চাই না।
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বর্তমানে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।