ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সাংবাদিকদের টাকা দেওয়ার গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।
গতকাল বুধবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএমইউজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদসভায় নেতারা এই ঘোষণা দেন।
সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের বিতর্কিত করার মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।