ইসরায়েলে ইরানের হামলা-পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহবুব হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা তৈরি হচ্ছে তার দিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদসচিব বলেন, জ্বালানি তেলের দামসহ আমদানিনির্ভর পণ্যগুলোর আমদানির ক্ষেত্রে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা কিভাবে মোকাবেলা করতে হবে তার রূপরেখা তৈরি করতে নির্দেশ দেন সরকারপ্রধান।
মাহবুব হোসেন বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদসচিব জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের জন্য মোট ৫৫ হাজার ৯৬৮ একর জমি বরাদ্দ থাকবে।