ঢাকা: পর্যায়ক্রমে পানি ও বিদ্যুৎখাত থেকে ভর্তুকি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ ও পানি আমরা সবাই ব্যবহার করি। এতে সবাই ভর্তুকি পায় তা ঠিক নয়। আমাদের এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি বিদ্যুতে যে ভর্তুকি পাই- একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এলাকাভিত্তিক ও আয় পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এখনও চূড়ান্ত পর্যায়ে তেমন কোনো আলোচনা হয়নি।
এম এ মান্নান বলেন, ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। এ ছাড়া রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একনেকে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকায় ৪৪ প্রকল্প অনুমোদন : ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।
তিনি জানান, প্রকল্পগুলোর মোট ব্যয়ের সরকারি অর্থায়ন ৩০ হাজার ১২৩ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। বৈদেশিক ঋণ থেকে আসবে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৬৩৯ কোটি টাকা।