NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ পিএম

সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্যালগেরি নর্থ ইস্টের সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরীকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকীসহ উপস্থিত সকলেই নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

এই বিশেষ বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটি অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। 

সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী ২৯ জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ অ্যাওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসি’র সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।