NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দক্ষিণবঙ্গের বাসগুলোকে শুধুমাত্র জেলা শহরে থামার নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

>
দক্ষিণবঙ্গের বাসগুলোকে শুধুমাত্র জেলা শহরে থামার নির্দেশ

দক্ষিণবঙ্গে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী বাস শুধুমাত্র জেলা শহরে থামতে পারবে, এর বাইরে কোথাও না থামাসহ কয়েক দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১১ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো যাত্রীবাহী বাস রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। রুট পারমিট আছে কি না, তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধুমাত্র জেলা শহরে স্টপেজ দিতে পারবে। এর বাইরে কোনো প্রকার স্টপেজ দেওয়া যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন কর্তৃক নীতিমালার বাইরে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। উল্লেখিত সিদ্ধান্তগুলো মেনে চলার জন্য আপনাদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায়, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।