NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

সরাসরি হজ ফ্লাইটের জন্য সৌদির সঙ্গে আলোচনায় ইসরায়েল


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৮:১৬ এএম

সরাসরি হজ ফ্লাইটের জন্য সৌদির সঙ্গে আলোচনায় ইসরায়েল

চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরব-ইসরায়েল রুটে সরাসরি হজ ফ্লাইট চালুর জন্য সৌদির সহায়তা চেয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই ইহুদি শাসিত ভূখণ্ডটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বুধবার এক বেতার সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন এ তথ্য।

বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চলতি বছর থেকেই সৌদি-ইসরায়েল রুটে সরাসরি হজ ফ্লাইট চালুর জন্য প্রস্তাব দিয়েছিলাম। বর্তমানে বিষয়টি দুই রাষ্ট্রের উচ্চপর্যায়ে আলোচনাধীন আছে। এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, তবে আমরা আশা করছি— সৌদি আরব আমাদের অনুরোধে সাড়া দেবে।’

‘যদি সৌদি সাড়া দেয়, সেক্ষেত্রে আমাদের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও একধাপ অগ্রসর হবে,’ সাক্ষাৎকারে বলেন এলি কোহেন।

গত বেশ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই ধারাবাহিকতায় ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও সফল হয় মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডটি।

সৌদি আরব এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি,আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেনি। তবে আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে অনুমোদন দিয়েছে উপসাগরীয় অঞ্চলের এই নেতৃস্থানীয় দেশটি।

এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদিসহ অন্যান উপসাগরীয় দেশের সঙ্গে গত তিন বছরে সম্পর্কের মাত্রাও বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের।

অবরুদ্ধ ফিলিস্তিন মুসলিম অধ্যুষিত। এছাড়া ইসরায়েলের মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই আরব বংশোদ্ভূত মুসলিম।

প্রতি বছর হজ মৌসুমে ইসরায়েল এবং অবরুদ্ধ ফিলিস্তিন থেকে বিপুল সংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট যোগাযোগ না থাকায় তাদেরকে তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।

গত ১০ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পূর্বসূরি ইয়াইর লাপিদ দাবি করেন, তিনি প্রধানমন্ত্রীর পদে থাকার সময় গত বছর থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর জন্য সৌদির সঙ্গে আলোচনা শুরু করেছিল ইসরায়েল।