NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বন্যাদুর্গতদের পাশে রাকাব পরিবার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ এএম

>
বন্যাদুর্গতদের পাশে রাকাব পরিবার

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিবার। দুর্গতদের সাহায্যে নিজেদের এক দিনের বেতনের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুন) অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে হস্তান্তর করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলীম উল্লাহ ও রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়াল উত্তরের এই বিশেষায়িত ব্যাংক।