NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক হতে পারে মাস্ক ব্যবহার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৭ এএম

পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক হতে পারে মাস্ক ব্যবহার

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। তাই চলমান তীব্র গরমেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পারে নবান্ন। 

সোমবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। করোনা নতুন করে ফিরে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের ওপর জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী।

সূত্র জানিয়েছে, মঙ্গলবার একগুচ্ছ বিধিনিষেধ সম্বলিত নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। প্রাথমিকভাবে সরকারি অফিসে এই বিধিনিষেধ কার্যকর হবে। সেই বিধির মধ্যে থাকবে নিয়মিত মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার। পাশাপাশি থার্মাল গান ব্যবহারে জোর দেওয়া হবে। 

এছাড়া গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলোতে করোনা বিধি জারি করা যায় কি না তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। পৌরসভাগুলোকে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ছিল। গত ১৩ এপ্রিল কলকাতায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা যান। ভারতেও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য গত ১৩ এপিল জানিয়েছিলেন আগামী আট থেকে দশ দিন করোনা ধাপে ধাপে বাড়বে। পরে তা কমবে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে রাজ্য সরকার।