NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নারী পর্যটকদের জন্য শীর্ষ নিরাপদ দেশ আমিরাত-সৌদি


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৪ এএম

নারী পর্যটকদের জন্য শীর্ষ নিরাপদ দেশ আমিরাত-সৌদি

যেসব নারী একাকী ভ্রমণ করেন—তাদের নিরাপত্তা, পরিষেবা প্রদান ও পুরুষ ভ্রমণকারীদের সঙ্গে সমতার বিচারে শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

নারীদের ভ্রমণ নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভ্রমণ বিমা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইনশিওর মাই ট্রিপের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। প্রতিবেদনটি প্রস্তুতের ক্ষেত্রে পর্যটকদের কাছে জনপ্রিয় ৬৫টি শহরের তথ্য বিশ্লেষণ করেছে সংস্থাটি। তারপর মোট ১০ নম্বরের মধ্যে কোন শহরের স্কোর কত— তা বলা হয়েছে।

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার পর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা আবারও ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এই ভ্রমণকারীদের মধ্যে আছেন অনেক নারী পর্যটকও, যারা একাকী ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ইনশিওর মাই ট্রিপের প্রতিবেদনে একাকী নারী ভ্রমণকারীদের জন্য নিরাপদ শহর হিসেবে শীর্ষে আছে দুবাই। এছাড়া সৌদি আরবের মদিনা শহর ও রাজধানী রিয়াদও আছে এই তালিকায়।

দুবাই

একাকী নারী ভ্রমণকারীদের ঘুরে বেড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত দুটি ইস্যু নির্দিষ্ট করা হয়েছে ইনশিওর মাই ট্রিপের প্রতিবেদনে। এগুলো হলো, ভ্রমণের সময় ‘নারীবিদ্বেষজনিত কারণে অতর্কিতে হামলা’ এবং ‘রাতে একা চলাচল করা’।

এই দুই ইস্যুতে গড়ে ১০’র মধ্যে ৮ দশমিক ১২ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে আছে দুবাই।

কেবল নারী পর্যটকদের নিরাপত্তাই নয়, ভ্রমণ সংক্রান্ত পরিষেবার মান এবং ইউটিউবার-টিকটকার ভ্লগার পর্যটকদের জন্যও আদর্শ শহর দুবাই। এই দুই ইস্যুতে আমিরাতের বৃহত্তম এই শহরটির স্কোর যথাক্রমে ৯ দশমিক ৭৮ এবং ১০।

মদিনা

 ‘নারীবিদ্বেষজনিত কারণে অতর্কিতে হামলা’ এবং ‘রাতে একা চলাচল করা’—ইস্যু দু’টিতে ১০’র মধ্যে যথাক্রমে ৯ দশমিক ৩ এবং ৮ দশমিক ২৭ নম্বর এবং গড় হিসেবে ৯ দশমিক ২৯ নম্বর পেয়ে তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে মদিনা।

রিয়াদ

একাকী নারী ভ্রমণকারীদের নিরাপত্তার বিবেচনায় মাত্র এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নতি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের। ইনশিওর মাই ট্রিপের ২০২২ সালের প্রতিবেদনে নারী ভ্রমণকারীদের নিরাপত্তা এবং নারী ও পুরুষভ্রমণকারীদের মধ্যে সমতার ক্ষেত্রে রিয়াদের অবস্থান ছিল ৬০ তম, সেখান থেকে চলতি বছরের প্রতিবেদনে ২৪ তম স্থানে পৌঁছেছে রিয়াদ।

তালিকায় নিচের দিকে থাকা শহরগুলো

একাকী নারী পর্যটকদের জন্য সবচেয়ে কম নিরাপদ শহরের তকমা পেয়েছে দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী ও দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গ। ১০ নম্বরের মধ্যে এই শহরটির স্কোর মাত্র দশমিক ৫৫।

এছাড়া মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও ফ্রান্সের রাজধানী প্যারিসও রয়েছে সবচেয়ে কম নিরাপদ শহরের তালিকায়।