ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরলিঙ্কস গ্রুপের ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ রোকিয়া আফজাল রহমানের মুত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রোকিয়া আফজাল এই গ্রুপের চেয়ারম্যান ছিলেন।