NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

কমিশন না বাড়ালে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি সম্ভব নয়


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৫ এএম

>
কমিশন না বাড়ালে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি সম্ভব নয়

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করে থাকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতিমাসেই এলপিজি গ্যাসের দাম ওঠা-নামা করে। তবে এলপিজি গ্যাসের দাম বাড়লে খুচরা পর্যায়ে অধিক মূল্য রাখার যে তোড়জোড় দেখা যায়, দাম কমলে মূল্য হ্রাসের সেই প্রয়োগ দেখা যায় না।

রোববার (২ এপ্রিল) গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ২৪৪ টাকা কমিয়ে ১১৭৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিশ্ববাজারে মূল্য কমেছে। ফলে এলপিজি গ্যাসের দাম কমানো সম্ভব হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে মাঠ পর্যায়ে মূল্য হ্রাসের সেই প্রভাব দেখা যায়নি। গ্রাহককে সিলিন্ডার কিনতে হচ্ছে আগের অতিরিক্ত দামেই।

সোমবার (৩ এপ্রিল) সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, নতুন মূল্য নির্ধারণের পর ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। বিক্রেতারা বলছেন, ডিলার পয়েন্ট থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

 

মোহাম্মদপুর টাউন হল বাজারের হাক্কানী ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, সিলিন্ডার কেনাই পড়ছে ১২০০ টাকার ওপরে। তাহলে ১১৭৮ টাকায় বিক্রি করব কীভাবে?

অপর বিক্রেতা প্রগতি হার্ডওয়্যারের স্বত্বাধিকারী শামসুল হক বলেন, এলপিজি গ্যাসের দাম কমানো হলেও আমাদের তো কম দামে কেনা হচ্ছে না। তাই সরকারি দামে বিক্রি করা সম্ভব নয়।

এদিকে ক্রেতারা বলছেন, কেবল দাম কমানো নয়, ভোক্তা পর্যায়ে এর সুবিধা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

 

লালমাটিয়া এলাকার বাসিন্দা সোহান মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সরকার দাম কমালেও সে দামে তো আমরা কিনতে পারছি না। নতুন দামের সিলিন্ডার কিনতে হচ্ছে ১৩০০ টাকায়। দাম কমানোর পাশাপাশি সেটা বাস্তবায়নও নিশ্চিত করা জরুরি।

এলপিজি খাতের সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি অপারেটর কোম্পানিগুলো যদি ডিলার পর্যায়ে কমিশনের পরিমাণ না বাড়ায়, তাহলে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব নয়।

বাংলাদেশ এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেলিম মিয়া বলেন, গতকাল পর্যন্ত (২ এপ্রিল) আমাদের সিলিন্ডার কেনা পড়েছে ১২০০ টাকা। আনুষঙ্গিক খরচসহ সেটা আমাদের ১৩০০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করতে হয়। এখন কোম্পানিগুলো যদি আমাদের সিলিন্ডার প্রতি সর্বনিম্ন ১২০ টাকা কমিশন দেয় তাহলে আমরা সরকারের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করতে পারব।